লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি বাতিলের দাবিতে ক্ষুব্ধ নেতা-কর্মীদের সংবাদ সম্মেলন

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট সদ্য ঘোষিত কমিটিকে অবৈধ দাবি করে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছেন।আজ রবিবার দুপুরে লোহাগড়া প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লোহাগড়া উপজেলা বিএনপি সদ্য ঘোষিত কমিটির সহ-সভাপতি মো : সাচ্চু মিয়া।
এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, সদ্য ঘোষিত পৌর বিএনপির সহ-সভাপতি এস এম শাহিন বিপ্লব ও নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী .তাইবুল হাসান প্রমূখ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বিগত ২০২৪ সালের ২৬ অক্টোবর লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত ওই সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে যে সব নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছিল, তাদেরকে সদ্য ঘোষিত কমিটিতে রাখা হয় নাই। শুধু তাই নয়, টাকার বিনিময়ে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন করা হয়েছে। তাই আমরা উপজেলা ও পৌর বিএনপির
সকল নেতা-কর্মী ও সমর্থকরা উপজেলা ও পৌর বিএনপির সদ্য ঘোষিত কমিটি বাতিলের জোর দাবী জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে বিএনপির নেতৃবৃন্দ আরও অভিযোগ করে বলেন, 'বর্তমান নেতৃবৃন্দের রাজনৈতিক দূরদর্শিতার অভাব এবং টাকার বিনিময়ে সদ্য ঘোষিত কমিটিতে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঠাঁই দেওয়া হয়েছে। দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের বর্তমান নেতৃবৃন্দ কোন মূল্যায়নই করেন নাই। আমরা এই ঘটনায় বিস্মিত হয়েছি এবং অবিলম্বে সদ্য ঘোষিত উপজেলা ও পৌর বিএনপির কমিটি বাতিলের জোর দাবি জানাচ্ছি।
এসব অভিযোগের বিষয়ে জানতে লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু বলেন, সাংগঠনিক নিয়ম কানুন মেনেই কমিটি ঘোষণা করা হয়েছে। দলের ত্যাগী ও পরীক্ষিত নেতৃবৃন্দকে মূল্যায়ন করা হয়েছে। টাকার বিনিময়ে কোন নেতাকে কমিটিতে রাখা হয় নাই। আর পতিত আওয়ামী লীগের কোন নেতাকর্মীকে কমিটিতে রাখা হয় নাই বলে ওই নেতার দাবী।
লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ ও সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু তাদের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, কমিটি অবৈধ না। সম্মেলনের পর উপজেলা ও পৌর বিএনপি'র কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে। কমিটিতে যোগ্য ত্যাগী নেতা-কর্মীদের রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনের পর একই দাবীতে বিক্ষুব্ধ নেতা- কর্মীরা লোহাগড়া উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে বিক্ষোভ মিছিল সমাবেশ করেন।
(আরএম/এসপি/ফেব্রুয়ারি ০৯, ২০২৫)