ফরিদপুরে অবৈধ বালু উত্তোলন ও মাটিকাটা বন্ধে মোবাইল কোর্ট অব্যাহত রাখার তাগিদ

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অবৈধ বালু উত্তোলন ও মাটিকাটা বন্ধে মোবাইল কোর্ট অব্যাহত রাখার তাগিদ দেওয়া হয়েছে।
আজ রবিবার সকাল সাড়ে দশটার দিকে ফরিদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে জেলা আইন শৃঙ্খলা কমিটির ওই সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় ফরিদপুর জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় বর্তমান সময়ের পরিস্থিতি বিবেচনায় বিশেষভাবে নজরদারি জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরে ফরিদপুর সদর সহ অন্যান্য জেলার অন্যান্য উপজেলা সমূহে মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়। মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা ও নজরদারি বাড়ানো, শীর্ষ মাদক ব্যবসায়ীদের ধরতে নিয়মিত অভিযান অব্যাহত রাখা এবং মাদকের আখড়া বন্ধে পুলিশি টহল ব্যবস্থা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
তাছাড়া আসন্ন পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে ও স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা, নিত্য প্রয়োজনীয় পণ্য যাতে কৃত্রিম সংকট সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখা ও এসব বিষয়ে নজরদারি বাড়ানোর গুরুত্ব তুলে ধরে উপজেলা পর্যায়ে ন্যায্য মূল্যের বাজার প্রতিষ্ঠা করা হবে বলেও জানানো হয়। অবৈধ বালু উত্তোলন ও মাটিকাটা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখা, শীতের শেষে সাপের উপদ্রব বেড়ে যায় সেজন্য প্রতিটি হাসপাতালে পর্যাপ্ত এন্টি-ভেনমের মজুদ নিশ্চিত করার ব্যাপারে গুরুত্বারোপ করা হয়। এছাড়া ফরিদপুরের অপরাধপ্রবণ এলাকাসহ গুরুত্বপূর্ণ এলাকায় সিসিটিভি ক্যামেরা প্রতিস্থাপনের কথাও জানানো হয় ওই সভায়।
সভাটিতে ফরিদপুর জেলার সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার ফরিদপুর জেলার যুগ্ম পরিচালক অমিত বড়ুয়া, সরকারি রাজেন্দ্র কলেজ অধ্যক্ষ অধ্যাপক এসএম আব্দুল হালিম, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
(আরআর/এসপি/ফেব্রুয়ারি ০৯, ২০২৫)