চপল রায়, ভোলা : ভোলার তজুমদ্দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার শম্ভুপুর ও চাচড়া ইউনিয়নে দুটি পৃথক কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়।

তজুমদ্দিন উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আগত কৃষক দলের সদস্যদের মাঝে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান সম্পর্কে লিখিত বিবৃতি পাঠ করা হয়। উক্ত বিবৃতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরেন বক্তারা। কৃষি খাতে বিগত আওয়ামী লীগ সরকারের গৃহীত বিভিন্ন প্রকল্পের নামে সীমাহীন দুর্নীতি ও লুটপাটের কারণে সৃষ্ট নৈরাজ্যের বিষয় উঠে আসে তাদের বক্তব্যে।

বিএনপি আগামীতে সরকার গঠন করলে কৃষকের স্বার্থ সমুন্নত রেখে কৃষি ভিত্তিক শিল্প কারখানা ব্যাপকভাবে গড়ে তোলার পদক্ষেপ নেওয়া হবে বলে উল্লেখ করেন তারা।

উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি মোঃ ইউনুস রতন, সাধারণ সম্পাদক শাহজাহান মিয়ার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন হাওলাদার, শম্ভুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান জান্টু, চাচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম নীরব,যুবদল নেতা গিয়াসউদ্দিন পঞ্চায়েত,
উপজেলা মহিলা দল সভানেত্রী ফরিদা ইয়াসমিন, নিজাম মাস্টার প্রমুখ।

(সিআর/এসপি/ফেব্রুয়ারি ০৯, ২০২৫)