সিদ্ধিরগঞ্জে মামুন মাহমুদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গণ-সংবর্ধনা

মো: শান্ত, স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক নির্বাচিত হওয়ায় অধ্যাপক মামুন মাহমুদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গণ-সংবর্ধনার আয়োজন করেছে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।
৭ (ফেব্রুয়ারি) শুক্রবার বিকালে ২নং ঢাকেশ্বরী এলাকায় অবস্থিত ইব্রাহিম টেক্সটাইল বালুর মাটে এ গণ-সংবর্ধনার আয়োজন করা হয়।
উক্ত গণসংবর্ধনায় সাবেক যুগ্ম আহবায়ক সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি অকিল উদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে ও লিয়াকত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির নব আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন আমার উপর যে দ্বায়িত দেয়া হয়েছে সে দায়িত্ব আমি সুন্দর, সুষ্ঠু, সততা, আর্দশের সাথে পালন করতে পারি। বাংলাদেশকে বিনির্মাণের এই লগ্নে হয়তো আগামী দিনে আপনারা একটি সুষ্ঠু নির্বাচনের স্বপ্ন আপনারা দেখছেন।
গত ১৫ বছর যে স্বপ্ন আপনারা দেখতে ভয় পেতেন সেই স্বপ্নের রূপকার আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে সংগঠিত করে রাজপথে রেখেছে। আমরা তার নির্দেশে রাজপথে থেকেছি যুদ্ধ করেছি জীবন দিয়েছি কিন্তু আমরা ফিরে যাই নাই রাজপথ ছেড়ে যাইনি। আমরা আপনাদের অধিকার আদায়ের জন্য অবিচল থেকেছি। জনগণের ভালোবাসা পেয়ে জীবন দিতেও কার্পণ্য করি নাই।
এসময় তিনি আরও বলেন, আমরা আন্দোলন করেছি কত রক্ত চক্ষুকে উপেক্ষা করেছি। আপনারা জানেন এই নারায়ণগঞ্জ কে কলঙ্কিত করেছে একটি গোষ্ঠী। নারায়ণগঞ্জকে অন্য জেলার মানুষরা চিনতো একটা সন্ত্রাসের জনপদ। নারায়ণগঞ্জের শুধু মারামারি হানাহানি এবং কাটাকাটি হয়। এই নারায়ণগঞ্জে সেভেন মার্ডার হয়, থ্রি মার্ডার হয় ত্বকি হত্যা হয়, নারায়ণগঞ্জে চঞ্চল-মিঠুনের মতো অসংখ্য নেতা মৃত্যুবরণ করে কিন্তু বিচার হয় না। আমরা আপনাদের কে নিয়ে আগামী বাংলাদেশের এমন একটি স্বপ্ন দেখি আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে যেখানে সুশাসন প্রতিষ্ঠিত হবে, যেখানে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, যেখানে অন্যায় অত্যাচার বহির্ভূত হবে। আমরা সেই স্বপ্ন নিয়ে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা নিয়ে আপনাদের কাছে পৌঁছে যেতে চাই আমরা জানাতে চাই আগামী দিনের বাংলাদেশে আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ সংসদে সংখ্যাগরিষ্ঠ আসন পায় তা দিয়ে আমরা যদি সংসদে যেতে পারি, আমরা যদি আমাদের নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে পারে তাহলে আমরা রাষ্ট্রক্ষমতায় গিয়ে জনগণের জন্য কি কি করব তাই হলো ৩১ দফা।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, মহিলা দলের সাবেক সভা নেত্রী মসলেহা কামাল, জেলা সভা নেত্রী রহিমা শরিফ মায়া, ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি গাজী মনির, ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি জাহাঙ্গীর হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি আফজাল হোসেন, ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোশারফ হোসেন ভুঁইয়া, ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি শামসুদ্দীন প্রধান, সহ ভাপতি আফাজউদ্দিন, ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি বাবুর প্রধান, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বাবু, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন, আরাফাক রহমান কোকো স্মৃতি সংসদ ফতুল্লা থানা আহবায়ক শরিফ হোসেন প্রমুখ।
(এমএস/এএস/ফেব্রুয়ারি ০৮, ২০২৫)