বাগেরহাটে এক কৃষকের ৯ গরু চুরি, নিঃস্ব খামারি

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে শিবু পদ শিউলী (৫০) নামের এক কৃষকের গোয়াল থেকে ৯টি গরু চুরির ঘটনা ঘটেছে। একমাত্র আয়ের উৎস্য গরু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন পরিবারটি।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মালোপাড়া এলাকায় এই গরু চুরির ঘটনা ঘটে। গরু গুলোকে পিকআপে করে নেয়া হয়েছে বলে ধারণা স্থানীয়দের। যেকোন মূল্যে চোর শনাক্তপূর্বক গরু উদ্ধারের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবার ও স্থানীয়বাসিন্দারা। পুলিশ গরু চুরির খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক শিবু পদ শিউলী কাড়াপাড়া ইউনিয়নের মালোপাড়া এলাকার বাসিন্দা। তিনি জানান, চুরি হওয়া ৯টি গরুর মধ্যে ৫টি গাভী, একটি বড় ষাড় ও ৩টি বাচ্চা রয়েছে। যার বাজার মূল্য প্রায় ৮ লক্ষ টাকা। ৫টি গাভীর দুধ বিক্রির টাকায় ৪ জনের সংসার চলত।
পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফজানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বেশকিছু আলামত সংগ্রহ করেছে। সংশ্লিষ্ট এলাকার সিসি ক্যামেরা ফুটেজ যাচাই ও চুরির কাজে ব্যবহৃত পরিবহন শনাক্তের কাজ চলছে। দ্রুততম সময়ের মধ্যে আসামীদের গ্রেপ্তার করা সম্ভব হবে।
(এস/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০২৫)