সুবর্ণচরে ফজলুল হক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তির চেক বিতরণ

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মরহুম ফজলুল হক (হক সাহেব) এর নামে প্রতিষ্ঠিত নোয়াখালী সুবর্ণচরে ফজলুল হক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০২৪ 'র চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে চরবাটা ইউনিয়নে অবস্থিত সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার অফিস প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা।
সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার কার্যকরি পর্ষদের সভাপতি মোহাম্মদ মোনায়েম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় উপ-উপচার্য (প্রশাসন) ডক্টর মোঃ কামাল উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন, সুবর্ণচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কবির আহম্মদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম সুমন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চরবাটা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক সামছুজ্জামান, বিশিষ্ঠ শিল্পপতি কেফায়েত উল্যাহ জাবেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার কর্মকর্তাসহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে ১০৮ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
(এস/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০২৫)