শ্যামনগরে ট্রাকের ধাক্কায় ইতালি প্রবাসীর মৃত্যু

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : দ্রুতগামী ট্রাকের ধাক্কায় হযরত আলী নামের এক ইতালি প্রবাসীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরের নকিপুর এলাকার সুন্দরবন ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হযরত আলী শ্যামনগরের নকিপুর গ্রামের মৃত ছুরমান গাজীর ছেলে।
নিহতের স্বজনরা জানান, হযরত আলী বাজারে কেনাকাটা শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে শুক্রবার সকাল ১১ টার দিকে সুন্দরবন ক্লিনিকের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের ধাক্কায় তিনি রাস্তার উপর পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: ফাতেমা ইদ্রিস ইভা তাকে মৃত্যু ঘোষণা করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির মোল্ল্যা জানান, এ ঘটনায় শ্যামনগর পৌরসভার দাতপুর গ্রামের হযরত আলীর ছেলে ট্রাকচালক ফারুক হোসেনকে আটক করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।
(আরকে/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০২৫)