‘শেখ হাসিনার উস্কানিতে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে ছাড় নয়’

একে আজাদ, রাজবাড়ী : শেখ হাসিনার উস্কানিতে কেউ কোন প্রকার নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন রাজবাড়ীর পাংশা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আরিফুল ইসলাম। স্বৈরাচার খুনি শেখ হাসিনার দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় পাংশা উপজেলা যুবদল,সেচ্ছাসেবক দল ও ছাত্র দলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি একথা বলেন।
এসময় তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ৫ আগষ্ট নিজের কথা ভেবে আত্বীয়-স্বজন সাথে নিয়ে নেতাকর্মীদের ফেলে রেখে দেশ থেকে পালিয়ে গেছে,সেই হাসিনার মায়া কান্নায় আমাদের এলাকায় কোন প্রকার নৈরাজ্য সৃষ্টি করতে চাইলে তাদের অবস্থা হবে ভয়াবহ। আমরা সকলে মিলে একটি সুন্দর উপজেলা গড়তে চায়। আওয়ামীলীগ নেতাকর্মীদের উদ্যেশ্য করে তিনি বলেন,আমরা কোন জলুম অত্যাচার করতে চায় না,তবে যদি খুনি হাসিনার উস্কানিতে আপনারা ভুল করেন তাহলে আমাদের কঠোর অবস্থান দেখবেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশটি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কালিবাড়ী মোড় এলাকায় শেষ হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন পাংশা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সেলিম সরদার, জেলা ছাত্রদল নেতা সজীব রাজা সহ অন্যান্যরা।
সেসময় উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম খোকন,পৌর যুবদলের আহবায়ক মোঃ ফরিদ সরদার, যুবদল নেতা শফিউল্লাহ,খলিলুর রহমান,মাছিম,কলেজ ছাত্রদল নেতা আমিরুল ইসলামসহ উপজেলা যুবদল,সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
(একে/এএস/ফেব্রুয়ারি ০৭, ২০২৫)