একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে পাংশা উপজেলার কাচারীপাড়া এলাকায় অভিযান চালায় রাজবাড়ী আর্মি ক্যাম্পের একটি বিশেষ টহল দল। অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ফারুক হোসেন গ্রেপ্তার হন।

এ সময় তার কাছ থেকে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে- ডাকাতির উদ্দেশ্যে ব্যবহৃত ইঞ্জিনচালিত নৌকা,৩টি ওয়ান শুটার গান, ১টি এয়ার গান, ১৭ রাউন্ড গুলি,২টি চাপাতি,৪টি পটকা,১টি হকিস্টিক এবং ১টি মোবাইল ফোন।

গ্রেপ্তার ফারুক হোসেন এবং উদ্ধারকৃত অস্ত্রসহ অন্যান্য সামগ্রী পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পাংশা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় হত্যা ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।

(একে/এএস/ফেব্রুয়ারি ০৭, ২০২৫)