শামীম ওসমানের দাদার বাড়ি ভেঙ্গে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

মো: শান্ত, স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের জন্মের অন্যতম স্মৃতিময় স্থান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদার বাড়ি বায়তুল আমান ভবন ভেঙ্গে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টার সময় হাতুরী ও বুলডোজার দিয়ে এই আমান ভবন ভেঙে ফেলা হয়। এর আগে দুপুরে ভবনটি ভেঙ্গে ফেলার বিষয়ে জানান দিয়েছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সাচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
এরই ধারাবাহিকতায় সন্ধ্যায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে শত শত মানুষ জড়ো হতে থাকে শহরের মিশনপাড়া এলাকায় অবস্থিত হোসিয়ারীর সামনের রাস্তায়। এরপর মহানগর বিএনপির আহবায়ক এড. সাখওয়াত হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের নিয়ে একটি বিক্ষোভ মিছিল করে শহরের চাষাড়ায় অবস্থিত শামীম ওসমানের দাদার বাড়ি বাইতুল আমান ভবনের সামনে আসেন।
এরপরই শুরু হয় আমান ভবন ভাংচুর কর্মসূচি। প্রথমে বাড়ির পূর্বদিকের বাউন্ডারি বেকু দিয়ে ভাংঙ্গা হয় এরপর মূল ভবনের অংশ ভেঙ্গে ফেলে বিক্ষুদ্ধ জনতা। এ সময় বাড়ির ভেতরের অংশে অগ্নিসংযোগ করা হয়।
মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, দেশের মানুষ যেমন আওয়ামী লীগের প্রতি ক্ষুদ্ধ, তেমনি নারায়ণগঞ্জবাসীও শামীম ওসমান, সেলিম ওসমান, আজমেরী ওসমান ও অয়ন ওসমানের প্রতি ক্ষুদ্ধ। তারা নারায়ণগঞ্জবাসীকে এতটাই ক্ষুদ্ধ করেছেন, যার বহিঃপ্রকাশ ঘটেছে বাইতুল আমান গুঁড়িয়ে দেওয়ার মাধ্যমে। এছাড়া নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন, তকী হত্যা সহ বিভিন্ন হত্যা যোগ্য সহ টেন্ডারবাজি , চাঁদাবাজির মতো অনেক অপর্কমের সাতে এই ওসমান পরিবার লিপ্ত।
স্থানীয় সূত্র বলছে, ভাষা আন্দোলনের সূচনা হয়েছিল নারায়ণগঞ্জ শহরের চাষাড়া এলাকার এই বায়তুল আমান থেকে। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তরের স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত প্রতিটা আন্দোলন-সংগ্রামে মুখ্য ভূমিকা পালন করেছিল বায়তুল আমান। ঐতিহাসিকভাবে নারায়ণগঞ্জকে বলা হয় আওয়ামী লীগের জন্মস্থান। মাওলানা ভাসানী, শেখ মুজিব, হোসেন শহিদ সরওয়ারদী ও এই বাসায় রাত্রী যাপন করেছেন।
(এমএস/এএস/ফেব্রুয়ারি ০৬, ২০২৫)