কাপাসিয়ায় স্কাউটস সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি গঠন

কাপাসিয়া প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়াউপজেলা বাংলাদেশ স্কাউটস উপজেলা ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীমের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোঃ নূরুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আরিফ সরকার, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, বাংলাদেশ স্কাউটসের জেলা প্রতিনিধি লিডার ট্রেইনার শাহনাজ বেগম সাথী, সাবেক সম্পাদক শাহ্ জামান মাসুম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কামড়া মাশক ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুহা: হারুনুর রশিদ মোল্লা।
পরে সর্বসম্মতিক্রমে কাপাসিয়া উপজেলা স্কাউটস কমিটি গঠন করা হয়। সভাপতি - উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম, সহ-সভাপতি - সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আরিফ সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমিতা ইসলাম, কামড়া মাশক ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুহা: হারুনুর রশিদ মোল্লা, বেগুনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসলিমা আক্তার সুইটি। কমিশনার- ফুলবাড়ীয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারক হোসেন প্রধান, কোষাধ্যক্ষ মোঃ মোহসীন আকন্দ, সম্পাদক আলাউদ্দিন খাঁন উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক মোঃ ওমর ফারুক, সহসম্পাদক রাওনাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেন, গ্রুপ সভাপতি মোঃ আমিনুল হক ফকির, মোঃ মাহমুদুল হাসান, মোঃ আমজাদ হোসেন, মোঃ সামসুল আলম, সদস্য মোঃ আলী মনসুর ও মোঃ ফজলুল হক।
(এসকেডি/এসপি/ফেব্রুয়ারি ০৬, ২০২৫)