স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : এক্সক্যাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যালয় ও সাবেক পৌর মেয়র জামিলুর রহমান মীরনের বাড়িতে অগ্নিসংযোগ।

আজ বৃহস্পতিবার বিকেলে একদল বিক্ষুব্ধ ছাত্র-জনতা শহরের প্রধান সড়কে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর চালায়।

এ সময় তারা শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।

সরেজমিনে দেখা যায়, বিকেল ৪টার দিকে শত শত বিক্ষুব্ধ ছাত্র-জনতা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হয়। ঘণ্টাখানেক সেখানে ভাঙচুরের পর তারা চলে যায়।

এরপর জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি ফজলুর রহমান ফারুকের থানাপাড়ার বাড়ি এক্সক্যাডেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। পরে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এসময় বাড়ির আসবাবপত্র জ্বালানি দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

ফজলুর রহমান ফারুক টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সাবেক সংসদ সদস্য খান আহম্মেদ শুভর বাবা।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একই এলাকায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইলের সাবেক পৌর মেয়র জামিলুর রহমান মীরনের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

জানতে চাইলে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, 'আমরা ভাঙচুরের খবর শুনেছি। কিন্তু নিজেদের নিরাপত্তাজনিত কারণে ঘটনাস্থলে যাইনি।'

উল্লেখ্য, গত ৪ আগস্ট টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় এবং জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতার বাড়ি ভাঙচুর করেছিল ছাত্র-জনতা।

(এসএম/এসপি/ফেব্রুয়ারি ০৬, ২০২৫)