বঙ্গবন্ধুর ম্যুরালসহ সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা অফিস ভাঙচুর

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : আওয়ামী লীগের ফেইস বুক পেইজে ছাত্রলীগের উদ্দেশ্যে শেখ হাসিনার ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার ঘোষণার জেরে বঙ্গবন্ধুর ম্যুরালসহ সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা অফিসের ভাংচুর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে দেড় ঘণ্টাব্যাপি হাতুড়ি দিয়ে ও ইটপাটকেল ছুঁড়ে ছাত্র জনতা এ ভাঙচুর চালায়।
প্রসঙ্গত, একইভাবে ববুধবার রাত ৯ টা থেকে রাত ১২ টা পর্যন্ত ছাত্র জনতা শহরের সদর হাসপাতাল মোড়, জেলা পরিষদের ভিতরে ও সিটি কলেজ মোড়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করে।
(আরকে/এসপি/ফেব্রুয়ারি ০৬, ২০২৫)