ঈশ্বরদী প্রতিনিধি : স্বেচ্ছাসেবক দলের ঈশ্বরদী উপজেলা কমিটির সদস্য সচিব মেহেদী হাসানের বহিষ্কারের ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার উদঘাটন ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে উপজেলা তৃণমূল বিএনপির ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকালে ঈশ্বরদী রেলগেটে এই অবস্থান কর্মসূচি পালন করেছে তৃণমূল বিএনপির নেতাকর্মীরা।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসানকে দলের সর্বোচ্চ পর্যায়ের কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। বিগত শেখ হাসিনার শাসন আমলে সাড়ে ১৫ বছর বিএনপির দলীয় নেতা-কর্মীর হামলা ও মামলার শিকার হয়েছে। মিথ্যা মামলায় ঈশ্বরদীর ৪৭ নেতাকর্মীকে কারাবন্দি করে ঈশ্বরদীতে বিএনপি’র রাজনীতিকে অভিভাবক শূন্য করা হয়েছিল। এসময় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান হামলা-মামলা ও জেল-জুলুম উপেক্ষা করে ঈশ্বরদীর বিএনপিকে উজ্জীবিত রাখতে কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি সফলভাবে পালন করেছেন। হামলা ও মামলার শিকার নেতাকর্মীদের পাশে থেকেছেন। ফলে বিএনপির নেতাকর্মীরা নিজেদের রাজনৈতিক অভিভাবক শূন্য মনে করেনি।

বক্তারা আরো বলেন, ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সদস্য সচিব মেহেদী হাসান মাঠে উপস্থিত থেকে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলন সংগ্রামকে উজ্জীবিত করে রেখেছিল। দলের জন্য নিবেদিত প্রাণ মেহেদী হাসানের মত কর্মীদের বিএনপিতে প্রয়োজন। তাই তার ভুল ক্ষমা করে বহিষ্কারাদেশ প্রত্যাহার করবেন এটা কেন্দ্রীয় নেতাদের নিকট আমাদের দাবি ও প্রত্যাশা।

অবস্থান কর্মসূচিতে পাকশী ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস এম মামুনুর রশিদ নান্টু, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক এনামুল হক, বিএনপি নেতা আলমগীর হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের ২ নং ওয়ার্ড কমিটির যুগ্ন আহবায়ক মিলন কুমার দাস, পাকশী ইউনিয়ন যুবদল নেতা আশরাফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক সাগর হোসেন রনি, উপজেলা যুবদলের সদস্য শাহরিয়ার হোসেন সাহান ও রবিউল ইসলাম প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।

(এসকেকে/এসপি/ফেব্রুয়ারি ০৬, ২০২৫)