সাতক্ষীরায় ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রালি সমাবেশ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ফ্যাসিস্ট হাসিনার বিচার ও তাদের দোসরদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণ দাবীসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দীর্ঘ ১৫ বছর পর প্রকাশ্যে সাতক্ষীরাতে এটিই ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো।
আজ বৃহস্পতিবার বিকালে শহরের তুফান কোম্পানি মোড় থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোড মোড়ে এসে শেষ হয়। র্যালি শেষে সমাবেশে সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আল মামুনের সভাপতিত্বে বক্তব্য দেন শহর ছাত্র শিবিরের সেক্রেটারী মেহেদী হাসানম শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, খোরশেদ আলম। এসময় সাবেক সভাপতি আবু তালেব প্রমুখ।
বক্তারা বলেন, ইসলামি ছাত্রশিবির একটি আদর্শিক সংগঠন, আমাদের লক্ষ্যই হলো সৎ দক্ষ ও আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি করা। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। কোন ভয় ভীতি,হুমকার আমাদের আগ্র যাত্রাকে দমিয়ে রাখতে পারবে না। এদেশে সুশাসন প্রতিষ্ঠান না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
(আরকে/এসপি/ফেব্রুয়ারি ০৬, ২০২৫)