একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার নবাগত জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার।

আজ বৃহস্পতিবার সকালে কালুখালী উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার বলেন,কালুখালী উপজেলা একটি কৃষিনির্ভর উপজেলা। আমি সবাইকে নিয়ে কালুখালী উপজেলার উন্নয়নে কাজ করতে চাই। এছাড়াও উপজেলার প্রতিটা দপ্তরের কর্মকর্তাকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান করেন তিনি, তাদের সেবা দেওয়ার জন্যই আমরা,অতএব সবাই সততার সাথে জনগণের শতভাগ সেবা দিতে।

মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশন (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামস সাদাত মাহমুদ উল্লাহ, কালুখালী, রাজবাড়ী, কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মন, উপজেলা প্রকৌশলী তরুন কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাহর আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাইফুদ্দিন আহমেদ, শিক্ষা অফিসার সরকার রওশন আরা, মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বকর সিদ্দিক, সহ আরো অনেকে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মতবিনিময় সভা শেষে অসহায় দুস্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার।

(একে/এসপি/ফেব্রুয়ারি ০৬, ২০২৫)