ঈশ্বরদী প্রতিনিধি : গভীর রাতে বুলডোজার দিয়ে পাবনার ঈশ্বরদীতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভেঙ্গে ফেলা হয়েছে। এছাড়া ঈশ্বরদী আলহাজ্ব মোড়ে বিজয় স্তম্ভের পাশে নির্মিত ‘ঘৃণাস্তম্ভ’ ভেঙে ফেলেছে বিক্ষুব্ধ জনতা। বুধবার দিবাগত রাতব্যাপী এসব ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাবনা জেলার আহব্বায়ক বরকত উল্লাহ ফাহাদ বলেন, দেশের কোথাও ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না ইনশাআল্লাহ। ফ্যাসিবাদের শেষ পরিণতি দেখে কেউ যাতে আর ফ্যাসিবাদ কায়েম করতে সাহস না পায়।

ঈশ্বরদী থানার অফিসার (ওসি) শহীদুল ইসলাম শহীদ বলেন, ঈশ্বরদীতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। নিয়মিত পুলিশের টহল কার্যক্রম অব্যাহত আছে। এছাড়াও সেনাবাহিনী ও র‌্যবের টহল চলছে।

(এসকেকে/এসপি/ফেব্রুয়ারি ০৬, ২০২৫)