ঝালকাঠিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

মো: মাহবুবুর রহমান, ঝালকাঠি : ঝালকাঠিতে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দুপুরে জেলা সরকারি গ্রন্থাগার হলরুমে লাইব্রেরিয়ান এস এম জহিরুল ইসলাম'র সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আশরাফুর রহমান, বিশেষ অতিথ, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, ইসলামী ব্যাংক ঝালকাঠি শাখার ভাইস প্রেসিডেন্ট মোঃ আবু জাফর খান।
আরো বক্তব্য রাখেন সাবেক সহঃ অধ্যাপক ড. কামরুননেছা আজাদ, কবিতা চক্রের জেলা সাধারণ সম্পাদক, বিশিষ্ট কবি ও সাহিত্যিক মু. আল আমীন বাকলাই, কাঠালিয়া আজাদ ক্লাব ও পাঠাগারের সাধারণ সম্পাদক আল মামুন। আলোচনাসভা শেষে বিভিন্ন বিষয়ের উপর বিজয়ী প্রতিযোগী শিশুদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।
(এমআর/এসপি/ফেব্রুয়ারি ০৬, ২০২৫)