কোন মামলায় আসামি না হয়েও গ্রেফতার সাবেক ছাত্রলীগ নেতা
রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় এক ভ্যান চালকের দায়ের করা বিস্ফোরক মামলায় সাইদুল ইসলাম সোহরাবকে (৩৫) নামের এক সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ মামলায় তাকে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।
আজ বুধবার বিকেলে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে একই তারিখ দিবাগত রাত ১ টায় সোহরাবের নিজ বাড়ী বোয়ালমারী উপজেলার গুনবাহ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
সোহরাব জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাবেক যগ্ম আহবায়ক। তিনি বোয়ালমারীর গুনবহা গ্রামের মৃত মো. রুস্তুম শেখের ছেলে।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চলতি বছরের গত ১৬ জানুয়ারি ফরিদপুরের আলফাডাঙ্গায় মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও শিক্ষকসহ আওয়ামী লীগের ১৭০ নেতা-কর্মীর নামে বিস্ফোরকদ্রব্য আইনে স্থানীয় ভ্যানচালক লাভলু সর্দার বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন। এ মামলায় আড়াই হাজার থেকে তিন হাজার অজ্ঞাতনামা আসামিও করা হয়। ওই বিস্ফোরক মামলার অজ্ঞাতনামা সন্দেহভাজন আসামি হিসেবে ছাত্রলীগ নেতা সোহরাবকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের পর তাকে বোয়ালমারী থানা থেকে আলফাডাঙ্গা থানা পুলিশের কাছে ওইদিন রাতেই হস্তান্তর করা হয়। বুধবার দুপুরে আসামিকে ফরিদপুর আদালতে পাঠিয়েছে আলফাডাঙ্গা থানা পুলিশ।
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বলেন, আলফাডাঙ্গা থানার বিস্ফোরক মামলার সন্দেহ মূলক আসামি হিসেবে সোহরাবকে বোয়ালমারী থানা পুলিশের সহযোগিতায় গুনবহা গ্রাম থেকে গ্রেপ্তার করে আলফাডাঙ্গায় নিয়ে আসা হয়'। আজ বুধবার দুপুরে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি হারুন।
(আরআর/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০২৫)