সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে মোংলায় আওয়ামী লীগ-বিএনপির সাথে সংঘর্ষের ঘটনার তদন্তে নেমেছে বিএনপি। 

খুলনা বিভাগীয় সাংগঠনিক নেতৃবৃন্দের নির্দেশে আজ বুধবার দুপুরে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড, শেখ ফরিদুল ইসলাম মোংলা পোর্ট পৌর শহরের মিয়াপাড়া এলাকার সংঘর্ষের স্পট পরিদর্শন ও আহত বিএনপি কর্মীদের বাড়ীতে গিয়ে তাদের খোঁজ খবর নেন।

এসময়ে তিনি দলীয় নেতাকর্মীদের শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহবান জানিয়ে বলেন, দলের কোন নেতাকর্মী আইন তাতে তুলে নিলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

বাগেরহাটে জেলা বিএনপি নেতা ড. শেখ ফরিদ এসময়ে সাংবাদিকদের জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা রয়েছে, বিএনপি কোন প্রতিহিংসার রাজনীতি করবোনা, বিএনপি মানবিক রাজনীতি করবো। আমাদের নেতার এ নির্দেশনার বাইরে যারা যাবে, তাদের বিরুদ্ধে দল সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নিবে। দলের অতি উৎসাহী ও অনুপ্রবেশকারীদের কারনে মোংলায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। দলের কারো কোন অপকর্মের দায় বিএনপি নিবেনা। বিগত দিনে ফ্যাসিস্ট সরকার যে অন্যায়-নির্যাতন করেছে, আমরা তা করবো না। দলমতের উর্ধে থেকে আইনশৃঙ্খলাকারী বাহিনীকে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আহবান জানান তিনি।

সোমবার রাতে মোংলা পোর্ট পৌর শহরের মিয়াপাড়া এলাকায় আওয়ামী লীগ-বিএনপির সাথে সংঘর্ষের ঘটনায় উভয় দলের ৮জন আহত হয়। বুধবার দুপুরে ঘটনাস্থল পরির্দশন ও দলীয় কর্মীদের বাড়ী বাড়ীতে গিয়ে তাদের খোঁজ খবর নেয়ার সময় জেলা বিএনপির এই নেতার সাথে ছিলেন, মোংলা বিএনপি নেতা আ. মান্নান হাওলাদার, আবু হোসেন পনি, শেখ রুস্তম আলী, খোরশেদ আলম ও বাবুল হোসেন রনিসহ অন্যান্যরা।

(এস/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০২৫)