মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : "মেধার লালন, প্রতিভার বিচ্ছুরণ ও নৈতিক উৎকর্ষ সাধনে প্রতিশ্রুতিবদ্ধ" এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালী কবিরহাট উপজেলার নলুয়া ভূঁইয়ারহাট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান।

আজ বুধবার সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মোট ২২ টি ইভেন্ট দিয়ে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া ভূঁইয়ারহাট উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলার আয়োজন করেন বিদ্যালয় পরিচালনা কমিটি।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়াছিন আল হাসানের সঞ্চালনায় ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইয়াকুব মিজানের সভাপতিত্বে খেলার মাঠে আরো উপস্থিত ছিলেন, ৩নং ধানসিঁড়ি ইউনিয়ন জামায়াতের আমির মোঃ ইব্রাহিম খলিল, হলি চাইল্ড কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষিকা শিরীন আক্তার হেনা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার জামাল উদ্দিন, সাংবাদিক মোঃ আবদুল্যাহ চৌধুরী, ম্যানেজিং কমিটির সদস্য আবদুর রহমান, কসবা চকচন্দ্রপুর ইসলামীয়া হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোঃ আবদুল হালীম, নলুয়া ভূঁইয়ারহাট বাজারের ব্যবসায়ি ইব্রাহিম রানা সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক এবং এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ।

২২টি ইভেন্টের মধ্যে উল্লেখযোগ্য ছিলো, চেয়ার খেলা, বালিশ খেলা, চামুচ দিয়ে মার্বেল দৌড়, দীর্ঘঝাম্প, গোলক নিক্ষেপ, চিত্রাংকন, যেমন খুশি তেমন সাজে এবং সর্বশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।

খেলা শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে সকল বিজয়ীদের মাঝে বিভিন্ন প্রকারের পুরুষ্কার বিতরণ করা হয়।

(এস/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০২৫)