একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীতে লিফলেট বিতরণ করতে গিয়ে বিএনপি নেতাদের ধাওয়া খেয়ে পালিয়েছে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী।

আজ বুধবার দুপুরে রাজবাড়ী শহরের রাসা টাওয়ার এলাকায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী লিফলেট বিতরণ করে। এ খবর পেয়ে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর রশিদ হারুন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান সহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল করে। তাদের মিছিলের শব্দে লিফলেট বিতরণ বাদ দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে নেতাকর্মীরা বাজার সহ বিভিন্ন সড়কে হই হই রই রই মহম্মদ আলী গেল কই বলে শ্লোগান দেয় নেতাকর্মীরা।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম শিকদার পিন্টু বলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী রাসা টাওয়ার এলাকায় লিফলেট বিতরণ করছে। এমন খবর পেয়ে তাকে ধাওয়া দিলে পালিয়ে যান। আমরা সব সময় শেখ হাসিনার দোসরদের প্রতিহত করতে মাঠে আছি এবং থাকবো। কেউ অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির পয়তারা করলে তাদেরকে সমুচিত জবাব প্রদান করা হবে।

(একে/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০২৫)