‘ফ্যাসিবাদী হাসিনার সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে’
সালথা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠণিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদী হাসিনার সরকার শিক্ষা ক্ষেত্রে রাজনীতি ঢুকিয়ে, ষড়যন্ত্র ঢুকিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। তাই শিক্ষা ক্ষেত্রে কেউ ষড়যন্ত্র ঢুকাবেন না, শিক্ষা ক্ষেত্রে কেউ রাজনীতি ঢুকাবেন না। শিক্ষা ক্ষেত্র স্বচ্ছ রাখতে হবে।
আজ বুধবার দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, একটি সুন্দর ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ার জন্য ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। বিএনপি আগামীতে সরকার গঠন করলে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও মানবিক দেশ গঠন করবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে। ছাত্র ও যুব সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে। চাকরিতে দলীয়করণ করবে না। যোগ্যতার ভিত্তিতে সবার চাকরি দিবে।
এসময় সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলার ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সহসভাপতি শাহিন মাতিব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. জাহিদুর রহমান লাভলু, বিএনপি নেতা এ্যাড. মোঃ সুজন সহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।
ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মহিউদ্দীন।
(এএন/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০২৫)