মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে হ্যান্ড ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুলতান মিয়া (৫২) নামে একজন নিহত হয়েছেন। 

আজ বুধবার সকালে উপজেলার ফুলপুর-বালিয়া আঞ্চলিক সড়কে পৌরসভার দিউ গ্রামে শিকদার বাড়ীর সামনে ওই দূর্ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেল চালক সুলতান মিয়া (৫২) গুরতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সুলতান মিয়া উপজেলার পাগলা গ্রামের আবু তালেবের ছেলে।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাদি জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে। হ্যান্ড ট্রলি ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

(এসআই/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০২৫)