সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের রামপালে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক হামিমা সুলতানা ও স্বামী মাঠ কর্মী খান নূরুল আমিনের বিরুদ্ধে ২ কোটি ৩৮ লাখ ৪৭ হাজার ৮ শত ২ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক। মঙ্গলবার দুর্নীতি দমন কমিশন বাগেরহাট জেলা শাখার উপ-সহকারী পরিচালক সমীরন কুমার মন্ডল এ মামলা দায়ের করেন।

মামলার বিবারণে জানা যায়, জেলার রামপাল পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক হামিমা সুলতানা সদস্য বর্হিভূত ঋণ প্রদান করে টাকা আত্মসাৎ, ঋণ প্রদানকালে সদস্যদের সম্পূর্ণ টাকা না দিয়ে টাকা হস্তমজুত, কিস্তি থেকে টাকা নিজের কাছে রেখে হামিমা সুলতানা একক ভাবে ৬৮ লাখ ৬৪ হাজার ৪৪৫ টাকা আত্মসাৎ করে। অপরদিকে হামিমা সুলতানা স্বামী মাঠ খান নূরুল আমিন সহকারীর দায়িত্ব পালনকালে ঋণ বিতরণের সময় সদস্যকে স্বাক্ষর করিয়ে সদস্যকে আংশিক অর্থ দিয়ে বাকী ১ কোটি ৬৯ লাখ ৮৩ হাজার ৩৫৭ টাকা আত্মসাত করেন। আসামী হামিমা সুলতানা ও তার স্বামী আসামী খান নূরুল আমিন পরষ্পর যোগসাজশে সর্বমোট ২ কোটি ৩৮ লাখ ৪৭ হাজার ৮০২ টাকা আত্মসাত করে।

(এস/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০২৫)