রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ
একে আজাদ, রাজবাড়ী : দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পান্না চত্তর ও রেলগেট দিয়ে বাজারে গিয়ে শেষ হয়। বাজারের মোন্নাকা টাওয়ারের নিচে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব এ.বি.এম মঞ্জুরুল আলম দুলাল, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, জেলা কৃষক আহ্বায়ক মো. আইয়ুবুর রহমান, জেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক ওমর ফারুক বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষের ওপর নির্মমভাবে অত্যাচার ও নির্যাতন করেছেন। আন্দোলনের মুখে আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে গেছেন। তাদের দলীয় প্রধান স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। বর্তমানে কিছু নেতা সন্ত্রাস ও নৈরাজ্যের সৃষ্টি করছেন। এগুলো প্রতিহত করতেই এই সমাবেশ।
প্রতিবাদ সামাবেশ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আকমল হোসেন, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রইচ উদ্দীন আহম্মেদ ডিউক, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ আলম, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক অ্যাড. নেকবর হোসেন মণি, এস এম কাউসার মাহমুদ, মনোয়ার হোসেন মিন্টু, সহ-সভাপতি ফারজানা ইয়াসমিন ডেইজি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ইয়াসমিন আক্তার প্রিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
(একে/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০২৫)