মানব পাচার প্রতিরোধে সচেতনতা সভা
বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের রাজৈরে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে রাজৈর থানার হলরুমে মাদারীপুর জেলা পুলিশের আয়োজন এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মাদারীপুর জেলা পুলিশ সুপার মো সাইফুজ্জামান।
পুলিশ সুপার মো সাইফুজ্জামান বলেন, শুধুমাত্র পুলিশের দ্বারা মানব পাচার প্রতিরোধ সম্ভব নয়। আমাদের সবারই সচেতন থেকে মানব পাচার প্রতিরোধে এগিয়ে আসতে হবে, তাহলেই সমাজ থেকে এই মানব পাচারের মত জঘন্য অপরাধ দূর হবে। প্রবাসে যারা যেতে চান তারা অবশ্যই বৈধ পথে জেনে বুঝে যাবেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল হক, এএসপি শিবচর সার্কেল আজমীর হোসেন ও রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ মাসুদ খানসহ প্রমূখ।
এসময় সচেতনতা সভায় বক্তব্য রাখেন স্থানীয় প্রবাসী, রাজনৈতিক নেতাকর্মীরা ও লিবিয়ায় নিহত ও নিখোঁজ পরিবারের ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
সম্প্রতি লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ২৩ বাংলাদেশী নিহতদের সংবাদের মাদারীপুরের রাজৈর উপজেলার ৪ জনসহ আরোও ৯ জন প্রবাসী নিখোঁজ রয়েছে।
(বিডি/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০২৫)