জামালপুর জেলা আ'লীগের সহসভাপতি এড. আমানুল্লাহ আকাশ গ্রেপ্তার
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আমানুল্লাহ আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলা জজের বদলিজনিত বিদায় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে সদর থানার সামনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এডভোকেট আমানুল্লাহ আকাশের সহযোগী এডভোকেট রাউফির রহমান প্রণয় জানান, 'বিকেলে জেলা জজ আলী হোসাইনের বদলিজনিত বিদায় অনুষ্ঠানে অংশ নেন এডভোকেট আমানুল্লাহ আকাশ। অনুষ্ঠানের পর আদালত মসজিদে আসরের নামাজ শেষ করে রিকশাযোগে বাসার দিকে যাচ্ছিলেন তিনি। রিকশা সদর থানার সামনে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।'
এ বিষয়ে সদর থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আবু ফয়সল মো. আতিক জানান, এডভোকেট আমানুল্লাহ আকাশের বিরুদ্ধে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে মামলা রয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতে পাঠানো হবে জানান ওসি।
(আরআর/এএস/ফেব্রুয়ারি ০৪, ২০২৫)