সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ৫৩তম শীতকালীন বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় সালথা সরকারী কলেজ মাঠে দুই দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছু রহমান বালী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকীর সভাপতিত্বে উদ্বোধণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মোঃ আছাদ মাতুব্বর, উপজেলা একাডেমীক সুপার ভাইজার মোঃ শওকত আকবর সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

(এএনএইচ/এএস/ফেব্রুয়ারি ০৪, ২০২৫)