শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২১ মামলার আসামি ডাকাত সর্দার মো.সাদ্দাম হোসেন (৪০) কে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। 

গতকাল রবিবার রাত নয় টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাদ্দাম হোসেন উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকার মো. মোজাম্মেল হোসেনের ছেলে।

জানা যায়, গ্রেফতারকৃত আসামি সাদ্দাম হোসেন সোনারগাঁ উপজেলার আতঙ্ক,সশস্ত্র ডাকাত দলের সর্দার।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত সাদ্দামকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কয়েকটি মামলায় ওয়ারেন্ট আছে এবং মাদক ও ডাকাতিসহ ২১ টি মামলা রয়েছে। গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

(এসবি/এসপি/ফেব্রুয়ারি ০৩, ২০২৫)