শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে পিকআপ ভর্তি বিদেশী মদের চালান আটক করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের বনোয়াকান্দা গ্রামে ওই ঘটনা ঘটে।

জানা যায়, শেরপুর জেলার নকলা হতে কিছু মাদক কারবারি পিকআপ যোগে মাদকদ্রব্য নিয়ে ফুলপুরের দিকে আসছিলো। রাস্তায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপ ড্রাইবার রাস্তার দিক পরিবর্তন করে এবং ফুলপুরের সিংহেশ্বর ইউনিয়নের বনোয়াকান্দার দিকে চলে যায়। পরে পিকআপটি বনোয়াকান্দা গ্রামের মাসুদ মেম্বারের বাড়ীর সামনে পৌঁছালে স্থানীয় লোকজন গাড়ীটিকে আটক করে। এসময় পিকআপ ড্রাইভারসহ ২/৩ জন মাদক কারবারি গাড়ীটি ফেলে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলে হতে পিকআপসহ ৫৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করে পুলিশ।

এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাদি জানান, অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।

(এসআই/এসপি/ফেব্রুয়ারি ০৩, ২০২৫)