মহম্মদপুরে সরস্বতী পূজা অনুষ্ঠিত
মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী পূজা আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে।
শাস্ত্রমতে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের দেবী'র পূজার আয়োজন করা হয়।এবার ৩ ফেব্রুয়ারি সকাল থেকে উপজেলার বাড়ী, মন্দির,পাড়া-মহল্লায়, ক্লাবে বিদ্যাদেবীর চরণে অঞ্জলি ও বিদ্যা-সৌন্দর্য জ্ঞান প্রার্থনা করেন ভক্ত অনুরাগী।সরস্বতীকে কখনো বিনাপানিও বলা হয়। এক হাতে পুস্তক অন্য হাতে বিনা নিয়ে সাদা রাজ হাসে চড়ে আসেন দেবী সরস্বতী।
পূজা শেষে আয়োজকদের পক্ষ থেকে প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণ করা হয়।
(বিএস/এসপি/ফেব্রুয়ারি ০৩, ২০২৫)