বিশেষ প্রতিনিধি : সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার দুপুরে রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বাজার, প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল আলমের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক রেজাউল করিম পিন্টুর সঞ্চালনায় বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ হারুন, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান প্রমুখ। এসময় জেলা, উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ হারুন বলেন, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পয়তারা করছে। ৫ আগস্টের আগে যে সকল সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে ও শিক্ষার্থীদের উপর হামলাকারীরা প্রকাশ্যে ঘুরছে। প্রশাসনের নিকট দাবী জানাচ্ছি দ্রুত তাদের গ্রেপ্তার করতে হবে। আমরা কঠোর হস্তে সন্ত্রাসীদের দমন করবো।

(একে/এসপি/ফেব্রুয়ারি ০৩, ২০২৫)