পঞ্চগড়ে উপজেলা পর্যায় জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি আয়োজিত পঞ্চগড় সদর উপজেলার পর্যায়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা আজ সোমবার সকালে পঞ্চগড় স্টেডিয়াম সংলগ্ন ভলিবল গ্রাউন্ডের নির্ধারিত ভ্যানুতে শুরু হয়েছে।
এতে উপজেলার সাব 'ক' জোন কমলাপুর উচ্চ বিদ্যালয়, 'খ' সাবজোন ব্যারিস্টার জমির উদ্দীন সরকার ইনস্টিটিউট, 'গ' সাবজোন কাজলদিঘী টুনিরহাট উচ্চ বিদ্যালয় ও 'ঘ' সাবজোন জগদল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার সকল স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক পর্যার শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছে।
প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গলেহাহাট ফাযিল মাদ্রাসা বাংলা বিষয়ের সহকারি অধ্যাপক, নাট্যকার ও কলামিস্ট মো. আব্দুর রহিম। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জগদল ডিগ্রি কলেজের পদার্থ বিষয়ের প্রভাষক ও ক্রীড়া উদ্যোক্তা মো.আফজাল হোসেন, ঘাগড়া দ্বারিকামারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সোহরাব হোসেন, ডাবরভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুর রাজ্জাক সরকার।
প্রথম দিনের দলীয় প্রতিযোগিতাসমূহু অত্যন্ত সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাব পরিচালনা করেন, খামির উদ্দীন প্রধান আলিম মাদ্রাসার সিনিয়র শরীরচর্চা শিক্ষক মো. আতাউর রহমান মঞ্জু, শরীরচর্চা শিক্ষক আসাদুজ্জামান আসাদ, আমিনুল ইসলাম, ইউনুস আলী, ফরমান আলী, আবু তাহের, আবু বারেক লিমন ও বদরুজ্জামান প্রমূখ। ৪ ফ্রেরুয়ারি অ্যাথেলেটিক্স প্রতিযোগিতা শুরু হবে সকাল ১০টায়, পঞ্চগড় স্টেডিয়ামের মূল গ্রাউন্ডে।
(আরএআর/এসপি/ফেব্রুয়ারি ০৩, ২০২৫)