মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে এক ব্যবসায়ীর বাড়ীতে গাছ কর্তন ও চুরির অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিবাগত রাতে ঘটনাটি ঘটে চর জব্বর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড উত্তর বাগ্যা গ্রামের সমিতির বাজার সংলগ্ন আশরাফ এর বাড়ীতে।

ভুক্তভোগী চরজব্বর ইউনিয়নের ৮ ওয়ার্ড উত্তর বাগ্যা গ্রামের মৃত নুর মোহাম্মদ ছেলে মোঃ আশরাফ উদ্দিন(৪২)।

আশরাফ উদ্দিন বলেন, সমিতির বাজারে আমি ছোট একটি চা দোকান করে সংসার চালানে হিমশিম খেতে হয়, সেজন্য বাড়ী হাঁস মুরগি পালন এবং বিভিন্ন প্রজাতীর গাছ রোপন করে আসছি। গত রাতের কোন এক সময় দূর্বিত্তরা আমার লাগানো বেলজিয়াম গাছ সহ ফলাদির গাছ মিলে প্রায় শতাধিক গাছের মাথা ভেঙ্গে পেলে এর আগে আমার বাড়ীতে একাধিকবার চুরির ঘটনা ঘটে, বিভিন্ন সময় চোরের দল একটি সাইকেল, পালিত হাঁস মুরগি, ঘরে ডুকে আসবাব পত্রসহ নানা জিনিসপত্র নিয়ে যায়। এসব ঘটনায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে আমি দেখিয়েছি। এসব ঘটনায় প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়, এ বিষয়ে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

গাছের সাথে এমন শত্রুতার বিষয়ে নিন্ধা জানিয়েছেন এলাকাবাসী। স্থাণীয় বিএনপি নেতা হোসেন বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় চুরির ঘটনা বেড়ে গেছে যারা এ ন্যাক্কার জনক ঘটনার সাথে জড়িত আমরা চাই তাদের শাস্তি হোক।

চর জব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, এ বিষয়ে কিছু জানতে পারিনি লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

(এস/এসপি/ফেব্রুয়ারি ০৩, ২০২৫)