স্টাফ রিপোর্টার : ২০২৪ সালের জুলাই -আগস্ট মাসে ছাত্র আন্দোলন, গণহত্যা , ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্মম পতন ও পলায়ন নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সোলায়মান তুষারের গবেষণামূলক বই" দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা" (The Epic Fall of Dictator Sheikh Hasina) অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে গ্রিপার মার্ক পাবলিকেশন। গ্রন্থ মেলায় ৬৮৪ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। 

বইটিতে ৯টি অধ্যায় রয়েছে।‌ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নির্মম গণহত্যার ঘটনা ঘটে ২০২৪ সালের জুলাই -আগস্টে। বইটিতে শেখ হাসিনার জীবনের উত্থান-পতন, গণতন্ত্রের মানসকন্যা থেকে স্বৈরাচার হয়ে উঠা ও তার পতন-পলায়ন নিয়ে বিস্তারিত বর্ণনা রয়েছে।‌

বইটিতে বিচার বহির্ভূত হত্যা, মানবাধিকার লঙ্ঘন, ও ২০২৪ সালের জুলাই-আগস্টের ব্যাপক ছাত্র বিক্ষোভ ও গণহত্যার বর্ণনার রয়েছে বিস্তারিত ভাবে।

শেখ হাসিনা ও তার সহযোগীরা কেন গণহত্যার জন্য দায়ী সে সম্পর্কে দেশীয় ও আন্তর্জাতিক আইনের আলোকে আলোচনা রয়েছে।

জুলাই -আগস্ট ছাত্র আন্দোলনের প্রকৃত মাস্টার মাইন্ড কে সে সম্পর্কে বাস্তবধর্মী আলোচনা রয়েছে।
বাংলাদেশের ইতিহাসে বহুল আলোচিত আয়না ঘর নিয়ে রয়েছে একটি অধ্যায়।‌

শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের আইনগত বৈধতা ও বাস্তবতা নিয়ে রয়েছে একটি অধ্যায়।

জুলাই -আগস্ট আন্দোলনে রাজনৈতিক দলগুলোর ভূমিকা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যাকাণ্ড নিয়েও রয়েছে আলোচনা।

বাংলাদেশের ইতিহাসে আপোষহীন নেত্রী ও দেশনেত্রীখ্যাত সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়েও রয়েছে একটি অধ্যায়।

বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ভারতের ভূমিকা ও পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অযৌক্তিক হস্তক্ষেপ নিয়েও রয়েছে আলোচনা। বাংলাদেশে শেখ হাসিনার পতন কি ভারতের পরাজয় কিনা তার বিস্তারিত আলোচনা রয়েছে। জুলাই-আগস্টের বাস্তবধর্মী ঘটনা নিয়ে বইটি রচিত হয়েছে।

বইটির লেখক ব্যারিস্টার সোলায়মান তুষার বলেন, "দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা" একটি বাস্তবধর্মী গবেষণামূলক বই। উত্তাল দিনে ছাত্র আন্দোলনে যা দেখেছি তাই লেখেছি। অনেক অজানা তথ্য রয়েছে বইটিতে। পাঠকরা বইটি পড়ে অনেক কিছুই জানতে পারবেন। তিনি বলেন, বইটি পাঠকদের জুলাই& আগস্টের উত্তাল দিনগুলোর কথা স্মরণ করিয়ে দিবে এটি আমি নিশ্চিত করে বলতে পারি।

(পিআর/এসপি/ফেব্রুয়ারি ০৩, ২০২৫)