দিনাজপুরে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে ট্রাক, চালক[-হেলপার নিহত
শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের বিরামপুরে রেলক্রসিং অতিক্রমের সময় ট্রেনের ধাক্কায় একটি ট্রাক দুমড়ে-মুচড়ে যাওয়ায় ট্রাক চালক ও হেল্পার নিহত হয়েছে। সোমবার দিবাগত রাতে দিনাজপুরের বিরামপুরস্থ ঘোড়াঘাট রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন দিনাজপুরের বিরামপুর উপজেলাস্থ ঘোড়াঘাট রেলগেট অতিক্রম করার সময় ক্রসিংয়ে কোন গেটম্যান না থাকায় এ দূর্ঘটনা ঘটে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে ঢাকাগামী পাথরবাহী একটি ট্রাক দিনাজপুর-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে রেলক্রসিং পার হওয়ার সময় একতা এক্সপ্রেস ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দেয়। ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে নিহত হয় ট্রাকের হেলপার আরিফ হোসেন। গুরুতর আহত হয় ট্রাক চালক মাহবুব আলী। তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাজেদুর ইসলাম সাজিদ জানান, সংবাদ পেয়ে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে ছুঁটে যায়। ঘটনাস্থল থেকে নিহত ট্রাকের হেলপারের মরদেহ উদ্ধার করে। সেই সঙ্গে আহত চালকে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানো হয়। ট্রাকচালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, প্রাথমিক অবস্থায় জানা যায়, পাথরবোঝাই করে ট্রাকটি পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। নিহত ট্রাকের হেলপারের নাম আরিফ। তার বাড়ি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এবং চালক মাহবুবের বাড়িও ওই জেলায়।
হেল্পার আরিফ হোসেনের বাড়ি তেঁতুলিয়া ভোজনপুর এবং আহত চালক মাহবুব আলীর বাড়ি পঞ্চগড় জেলা শহরে বলে জানা গেলে।
(এসএস/এসপি/ফেব্রুয়ারি ০৩, ২০২৫)