মোঃ শান্ত, স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ জেলা বিএনপি'র নব-ঘোষিত আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদকে ফুলেল শুভেচ্ছা দিয়েছেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ফতুল্লা থানা আহবায়ক মোঃ শরিফ হোসেন।

২ ফেব্রুয়ারি (রবিবার) সন্ধ্যায় নব-ঘোষিত আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের নিজ বাসায় এ ফুলেল শুভেচ্ছা দিয়েছেন।

ফুলেল শুভেচ্ছা দিয়ে শরিফ হোসেন বলেন, অধ্যাপক মামুন মাহমুদ একজন শিক্ষিত ও ক্লিন ইমেজের লোক। তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপি'র আহবায়ক হিসেবে পদ পাওয়ায় আমরা তৃনমুলের নেতা-কর্মীরা খুবই আনন্দিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা আমাদের নতুন আহবায়কের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলাকে আরো সুন্দর করে সুসজ্জিত করবো। এছাড়া নারায়ণগঞ্জে আর কোনো গডফাদার, চাঁদাবাজ, সন্ত্রাসীকে জায়গা দিবো না।

তিনি আরো বলেন, অধ্যাপক মামুন মাহমুদ আমাদের জনগনের নেতা তিনি আমাদের সকল তৃনমুল পর্যায়ের নেতা-কর্মীদের গুরুত্ব দেন। তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপি'র আহবায়ক হওয়ায় আমরা আমাদের সকল সুবিধা-অসুবিধা তার সাথে আমরা বলতে পারবো ও আমরা আশাবাদী তিনি আমাদের সকল সমস্যা সমাধান করবেন।

এসময় বিএনপি নেতা শরিফের নেতৃত্বে উপস্থিত ছিলেন বাদশা, রবেদ আলী, মনির, ফয়েজ আক্তার, মামুন, সবুজ প্রমুখ।

(এমএস/এএস/ফেব্রুয়ারি ০৩, ২০২৫)