রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) ফরিদপুরে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা পালিত হচ্ছে।

ফরিদপুরে এবারের সরস্বতী পূজা স্থানীয় হিন্দু ধর্মালম্বীদের বাসভবনে, অল্প কিছু সার্বজনীন মন্দিরে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হচ্ছে।

সনাতন ধর্মাবলম্বীদের হিন্দু শাস্ত্র মতে সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী।‌ সনাতনীরা নিজেদের কাঙ্খিত জ্ঞান অর্জন, সেই অর্জিত জ্ঞানের আলোকরশ্মি সমাজের মানুষের মঙ্গলময় কাজে নিবেদন করার উদ্দেশ্য, সফলতা ও একান্ত প্রার্থনা কামনায় এই পূজা পালন করে থাকেন।

সোমবার সকাল দশটার মধ্যে ‌অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণের মধ্যদিয়ে ফরিদপুরে এবার সরস্বতী পূজা প্রধান আনুষ্ঠানিকতা শেষ হয়।

এছাড়া এই পূজা উৎসব উদযাপনে আজ সন্ধ্যায় বিভিন্ন স্থানে সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠামালার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৩, ২০২৫)