বাগেরহাটে সন্ত্রাসী হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আহত
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাট জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক কে এম সাকিবের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
গত শনিবার দিবাগত গভীর রাতে মোরেলগঞ্জ উপজেলার ঘষিয়াখালী-মল্লিকেরবেড় খেয়াঘাটে এ হামলার ঘটনা ঘটে। রাতেই তাকে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
আহত কে এম সাকিব মোরেলগঞ্জ উপজেলার ঘোষিয়াখালী গ্রামের বিল্লাল খলিলাফার বড় ছেলে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক।
হাসপাতালে চিকিৎসাধীন তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা কে এম সাকিব জানান, রাতে ঘষিয়াখালী থেকে মল্লিকেরবেড় যেতে খেয়াঘাটে গেলে ঘাটের ট্রলার মালিকরা বলেন, জাহিদ ট্রলার চালাতে নিষেধ করছে। তখন বিষয়টি জানতে গেলে, জাহিদের লোকজন শাওন, রনি, সবুজ, তুহিন, মারজান ও রাফি আমার উপর হামলা করে। তাদের মারধরে আমার মাথা ফেটে গেছে, শরীরের বিভিন্ন স্থানে পিটিয়েছে হামলাকারীরা। হামলাকারীদের বেশিরভাগের বাড়ি রামপাল উপজেলার মল্লিকের বেড় এলাকায়। জাহিদুল ইসলামসহ তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা আওয়ামী আমল থেকে ঘষিয়াখালী-মল্লিকেরবেড় খেয়াঘাটটি দখল করে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছে। এ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় এর আগেও আমাকে তারা প্রাণনাশের হুমকি দিয়েছিল।
বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার জানান, গতকাল রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলা যুগ্ম আহ্বায়ক কে এম সাকিবকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি অনেকটাই সংকটমুক্ত।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানজানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাকিবকে বাগেরহাট ২৫০ শহর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের আটক করতে পুলিশ অভিযান চলছে। তবে অভিযুক্ত বেশিরভাগের বাডি রামপাল উপজেলায় হওয়ায় কাজ করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। আহত সাকিবের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো মামলা করা হয়নি।
(এস/এসপি/ফেব্রুয়ারি ০২, ২০২৫)