শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
কাজী নজরুল ইসলাম, শরীয়তপুর : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশ ব্যাপী সাংগঠনিক তৎপরতা শুরু করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কোন দিনক্ষন নির্ধারিত না হলেও ৩০০ নির্বাচনী আসনের প্রায় সবগুলোতেই দলটি তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। নির্বাচনী প্রস্তুতির ধারাবাহিকতায় শরীয়তপুরের তিনটি সংসদীয় আসনেও জামায়াতের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) ফরিদপুর অঞ্চলের প্রতিটি উপজেলা ও পৌরসভা নেতাদের সঙ্গে বৈঠক করে আনুষ্ঠানিকভাবে শরীয়তপুর তিনটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা হয়। জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও ফরিদপুর অঞ্চল পরিচালক এএইচএম হামিদুর রহমান আজাদ এই নাম ঘোষণা করেন।
জামায়েতে ইসলামীর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের জন্য ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ড. মোশাররফ হোসেন মাসুদ তালুকদার, শরীয়তপুর-২ (নড়িয়া ও সখিপুর) আসনে জাতীয় চিকিৎসক সংগঠন, ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল, শরীয়তপুর-৩ (ডামুড্যা-ভেদরগঞ্জ-গোসাইরহাট) আসনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মোহাম্মদ আজহারুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে। প্রার্থী ঘোষনার পর তৃণমূলের দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
শরীয়তপুর-১ আসন থেকে মনোনীত জামায়েতে ইসলামীর প্রার্থী ডক্টর মোশারফ হোসেন মাসুদ বলেন, জামায়াতে ইসলামীর পার্লামেন্টারী বোর্ড তাদের সাংগঠনিক পদ্ধতি অনুসারে আমাকে মনোনীত করেছেন এ জন্য শুকরিয়া আদায় করছি। নির্বাচনের বিষয়ে সংগঠনের দায়িত্বশীলদের সাথে এখনো আমার কোন আলোচনা হয়নি। আমি তাদের সাথে বসে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবো।
তিনি আরও বলেন, নির্বাচনের ব্যাপারে এখনো সুনির্দিষ্ট কোন রোড ম্যাপ হয়নি। নির্বাচনের চূড়ান্ত পর্যায় পর্যন্ত রাজনৈতিক পথ পরিক্রমায় সংগঠন যে সিদ্ধান্ত নিবে সে সিদ্ধান্ত আমি গ্রহন করবো এবং সংগঠন ও জনগন যদি আমাকে শেষ পর্যন্ত চান তাহলে আমি তাদের পাশে থাকবো।
জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার আমির মাওলানা আব্দুর রব হাশেমী বলেন, আমাদের তিনজন প্রার্থীই দলীয় কর্মী এবং সাধারণ মানুষের মধ্যে গোপনীয় জরিপের ভিত্তিতে চুড়ান্ত করা হয়েছে। আমাদের প্রতিটি আসনের ঘোষিত প্রার্থীই জনমতের দিক থেকে তৃণমূলে গ্রহনযোগ্য ব্যক্তিত্ব। এক প্রশ্নের জবাবে জনাব হাশেমী বলেন, নির্বাচন যদি জোটগতভাবে হয়, তখন প্রার্থী পরিবর্তন হতেও পারে।
জামায়েতে ইসলামীর প্রার্থী ঘোষণা বিষয়ে জানতে চাইলে শরীয়তপুর জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু বলেন, নির্বাচন কবে হয় তা এখনো বলা যাচ্ছেনা। আমাদের সাথে জামায়াতের জোটবদ্ধ নির্বাচন হতেও পারে না ও হতে পারে। এটা তাদের দলীয় প্রার্থী বাছাই করে রেখেছন।
(কেএনআই/এসপি/ফেব্রুয়ারি ০২, ২০২৫)