ঈশ্বরদী প্রতিনিধি : 'শেখ হাসিনা পালিয়েছে। কিন্তু তাদের দোসরদের এদেশে রেখে গেছে। এসব দোসর আ.লীগকে লালন করছে। সন্ত্রাসীদের পুনর্বাসনের পরিকল্পনা করছে। তাদের উদ্দেশ্যে পরিষ্কার করে বলতে চাই, আ.লীগের নাম উচ্চারণ করলে তাকে পিটিয়ে গ্রাম ছাড়া করা হবে।' 

শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাবনা জেলা যুবদলের সাবেক যুগ্ন-সম্পাদক ও পাকশী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এনামুল হক বিক্ষোভ সমাবেশে একথা বলেছেন।

উপজেলার পাকশী বিবিসি বাজারে কারাবন্দি জাকারিয়া পিন্টুসহ বিএনপির ৯ নেতা-কর্মীর মুক্তির দাবিতে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শেখ হাসিনা হত্যা চেষ্টার ফরমায়েশি রায়ের দণ্ড থেকে সদ্য কারামুক্ত বিএনপি নেতা এনামুল হক আরও বলেন, ভোটের অধিকার হরণ করে আ.লীগ সাধারণ মানুষকে ভোটকেন্দ্র থেকে বের করে দিয়েছে। নির্মাণাধীন রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প থেকে কৃষকের জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করে তারা কৃষকদের হক মেরে খেয়েছে। আ.লীগের লুটপাটকারীদের নেতৃত্বে সারা বিশ্বের কাছে রূপপুরের নাম ডুবিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে এসব অন্যায়ের হিসাব দিতে হবে।

তিনি আরো বলেন, বিএনপি চোর ও মাদক কারবারিকে প্রশ্রয় দেয় না। মানুষ যেন বিএনপিকে আ.লীগের মতো চোখে না দেখে। লুটপাট ও মাদকের বিরুদ্ধে এজন্য ঐক্য গড়ে তুলতে হবে।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন,পাকশী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছাইদার আলী। সঞ্চালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা সোহেল রানা। সমাবেশে আরো বক্তব্য রাখেন পাকশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক খালেক খাঁ, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রউফ রব বিশ্বাস, বিএনপি নেতা জহুরুল বিশ্বাস।

পাকশী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামসুদ্দোহা জামি, সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান হিটলু, সাবেক ছাত্রনেতা রানা বিশ্বাস, স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল মৃধা, যুবদল নেতা সজীবসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের শাতাধিক নেতা ও কর্মী এসময় উপস্থিত ছিলেন।

(এসকেকে/এসপি/ফেব্রুয়ারি ০২, ২০২৫)