তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : 'খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ' এই স্লোগানে গোপালগঞ্জে জাতীয় নিরাপদ খাদ্য দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয় ও গোপালগঞ্জ জেলা প্রশাসন এ আলোচনা সভার আয়োজন করে।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ মারুফ ও গোপালগঞ্জ পৌরসভার প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল।

গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মুন্নী খাতুন।

আলোচনা সভায় জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা, জেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, হোটেল ব্যবসায়ী, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ, ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ০২, ২০২৫)