দেশের প্রথম রিভিউভিত্তিক ওয়েবসাইট ও অ্যাপ ‘কেমন’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু
সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ‘কেমন’ (https://kemon.com.bd) দেশের প্রথম রিভিউভিত্তিক ওয়েবসাইট ও অ্যাপ, যা ১ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ফরিদপুরের সালথার বিভাগদী গ্রামের তরুণ উদ্যোক্তা শরিফুল আলম শাকিল এর উদ্যোগে।
‘কেমন’ একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা তাদের ব্যবহৃত পণ্য ও সেবার মান সম্পর্কে রিভিউ লিখতে পারবেন। পাশাপাশি অন্য ব্যবহারকারীদের দেওয়া রিভিউ দেখে কেনাকাটার সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। অপরদিকে, ব্যবসায়ীরা গ্রাহকদের দেওয়া রিভিউয়ের ভিত্তিতে তাদের পণ্য ও সেবার মানোন্নয়ন করতে পারবেন।
বর্তমান প্রযুক্তিনির্ভর জীবনে পণ্য বা সেবা নির্বাচন করা একটি বড় চ্যালেঞ্জ। বাজারে অসংখ্য বিকল্পের কারণে গ্রাহকরা বিভ্রান্ত হয়ে পড়েন, বিশেষ করে অনলাইনে কেনাকাটার সময় পণ্যের গুণগত মান যাচাই করা কঠিন হয়ে পড়ে। এই সমস্যা সমাধানের লক্ষ্য নিয়েই ‘কেমন’ প্লাটফর্ম কাজ করবে। ব্যবহারকারীদের দেওয়া সঠিক রিভিউ এবং রেটিং দেখে খুব সহজেই একজন ক্রেতা তার কেনাকাটার সঠিক সিদ্ধান্ত নিয়ে সময় এবং অর্থ সাশ্রয় করতে পারবে।
ব্যবসায়ীদের জন্যও ‘কেমন’ একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। গ্রাহকদের দেওয়া রিভিউ থেকে তারা জানতে পারবেন তাদের পণ্য বা সেবার কোন দিকগুলো আরও উন্নত করার প্রয়োজন রয়েছে। এই তথ্যের ভিত্তিতে ব্যবসায়ীরা মানসম্পন্ন সেবা প্রদান করতে পারবেন, যা তাদের ব্র্যান্ডের সুনাম বৃদ্ধি করতে এবং নতুন গ্রাহক আকর্ষণ করতে সহায়তা করবে।
‘কেনার আগে, জানুন কেমন?’ এমন স্লোগানকে সামনে রেখে, ‘কেমন’ এখন আপনার হাতের মুঠোয় এনে দিয়েছে সেরা পণ্য ও সেবার বিশ্লেষণ, যাতে আপনি বেছে নিতে পারেন সঠিক পণ্য বা সেবা।
গুগল প্লে স্টোর থেকে ‘কেমন’ অ্যাপটি ডাউনলোড করে, অথবা ওয়েব ব্রাউজার থেকে https://kemon.com.bd ভিজিট করে সরাসরি ব্যবহার করতে পারবেন।
(এএনএইচ/এএস/ফেব্রুয়ারি ০১, ২০২৫)