‘তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা প্রয়োজন’
একে আজাদ, রাজবাড়ী : তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে আয়োজন করা হয়েছে ক্রিকেট টুর্ণামেন্টের। তরুণ প্রজন্মকে আগামিদিনে খেলার প্রতি আগ্রহ বাড়াতেই এই আয়োজন বলে আশা আয়োজক কমিটির। 'ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল' প্রতিপাদ্যে রাজবাড়ীর পাংশায় মরহুম আজিজ সর্দার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার পাংশা সরকারি কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আইয়ুব আলী সর্দার। উদ্বোধনী ম্যাচে ফরিদপুর ক্রিকেট স্কুল ও কুষ্টিয়া ক্রিকেট একাদশ অংশ গ্রহণ করে। মরহুম আজিজ সর্দার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করবে।
মরহুম আজিজ সর্দার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক মোঃ শওকত আলী সর্দারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা, বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভুমি) মোঃ আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, জেলা কৃষক দলের সদস্য মোঃ শরিফুল ইসলাম মানিক। খেলায় পৃষ্ঠপোষকতা করেন ফরিদপুর অগ্রনী ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের এসপিও এনামুল হক সুজন, ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী মোঃ মুস্তাফিজুর রহমান, ঢাকা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সাইফুজ্জামান তুহিন প্রমুখ।
টুর্নামেন্ট উদ্বোধনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা প্রয়োজন। খেলাধুলা শুধু শারীরিক কার্যকলাপ নয়, একটি উন্নত শিল্পও বটে। স্বাস্থ্য ভালো থাকলে মনও ভালো থাকে। সুস্থ দেহ ও মন কাজের প্রতি আগ্রহ এবং কাজের গতি বাড়ায়। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে। এসব কারণে সকলে খেলাধুলায় মনোযোগী হতে হবে।
(একে/এসপি/ফেব্রুয়ারি ০১, ২০২৫)