রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সারা দেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় ঝটিকা মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে।

আজ শনিবার সকালে সাতক্ষীরা আওয়ামী লীগ পরিবারের ব্যানারে ডে-নাইট মোড় থেকে ঝটিকা মিছিল শুরু হয়ে বড় বাজারে গিয়ে শেষ হয়। পরে সাতক্ষীরা জেলা যুবলীগের সাবেক সদস্য অহিদ পারভেজের নেতৃত্বে বড় বাজারে লিফলেট বিতরণ করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, একটা লিফলেট বিতরণ করা হয়েছে শুনেছি। আমরা খোজ খবর নিচ্ছি।

(আরকে/এসপি/ফেব্রুয়ারি ০১, ২০২৫)