গোপালগঞ্জের দেয়ালে দেয়ালে ‘শেখ হাসিনাতেই আস্থা’
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া সহ জেলার বিভিন্ন স্থানে দেওয়ালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত পোষ্টার টানানো হয়েছে।করা হয়েছে দেয়াল লিখন।
আজ শনিবার সকালে জেলা সদর ও উপজেলা সদরের বিভিন্ন দেওয়ালে এ পোষ্টার ও দেয়াল লিখন দেখা যায়।
ধারণা করা হচ্ছে, গতকাল শুক্রবার দিবাগত রাতে এ পোষ্টার ও দেয়াল লিখন করা হয়েছে। পোষ্টারের উপরে লেখা,' আগেই ভালো ছিলাম'। মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এরপরে লেখা,'শেখ হাসিনাতেই আস্থা'।
পোষ্টারের একে বারে নিচের অংশে লেখা, 'বঙ্গবন্ধু রিজার্ভ ফোর্স-গোপালগঞ্জ জেলা'। ধারণা করা হচ্ছে এই সংগঠন থেকে পোষ্টার গুলো টানানো হয়েছে।
তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা বা গোপালগঞ্জে বিগত দিনে এ ধরনের কোন সংগঠন চোখে পড়েনি।
নতুন এই সংগঠন সম্পর্কে জানার জন্য আওয়ামী লীগ নেতাদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতা-কর্মীরা আত্মগোপনে রয়েছেন।
(টিবি/এসপি/ফেব্রুয়ারি ০১, ২০২৫)