নাটোরে মসজিদে যাওয়ার সময় ব্যবসায়ীকে দুর্বৃত্তের গুলি
অমর ডি কস্তা, নাটোর : নাটোরের সিংড়ায় ফজরের নামাজ পড়তে মসজিদের সিড়িঁতে ওঠার সময় ওসমান গনি বাবু নামে এক চাল ব্যবসায়ীকে পিছন থেকে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোর ৬টার দিকে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম পারুহারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আহত ওসমান গনি বাবু একই গ্রামের মৃত আব্দুল প্রামানিকের ছেলে ও স্থানীয়ভাবে ধান-চাল ব্যবসায়ী।
জানা যায়, ফজরের নামাজ পড়ার উদ্দেশ্য ওসমান গনি বাবু তার নিজ বাড়ি থেকে বের হয়ে মসজিদের উদ্দেশ্যে বের হয়। মসজিদের সিড়িঁতে ওঠার সময় পিছন থেকে কে বা কারা গুলি করলে তার কোমরের পিছনে বাম পাশে গুলিটি লাগে। এতে সে রক্তাক্ত জখম হন। পরে অন্যান্য মুসুল্লীরা তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
সিংড়া থানার অফিসার ইনচার্জ আসমাউল হক জানান, ওসমান গনিকে কে বা কারা কী কারণে গুলি করেছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত কাজ শুরু করেছে পুলিশ।
(এডিকে/এসপি/ফেব্রুয়ারি ০১, ২০২৫)