সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আতিক মৃধা (৩০) নামের এক ব্যবসায়ীকে হাতুড়ি পেটা করেছে প্রতিপক্ষের লোকজন।

শনিবার (০১ ফেব্রুয়ারি) সকালে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের মেম্বার গট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আতিককে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আতিক মেম্বার গট্টি এলাকার মুন্নু মৃধার ছেলে বলে জানা যায়।

এলাকাবাসী সূত্র জানা যায়, সালথা বাজারে আতিকের একটি লোডের দোকান রয়েছে। সেখানে নসিমন তৈরিসহ বিভিন্ন সরঞ্জাম তৈরি ও বিক্রি করেন। আতিক শুক্রবার সন্ধ্যায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথেমধ্যে দরগাগট্টি এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তাকে হাতুড়িপেটা করে। পরে তাকে আহতাবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, 'খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। জমি সংক্রান্ত বিরোধে তাকে হাতুড়িপেটা করা হয় বলে শুনেছি। এব্যাপারে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

(এএনএইচ/এএস/ফেব্রুয়ারি ০১, ২০২৫)