নড়াইল প্রতিনিধি : এনপিপি (ন্যাশনাল পিপলস পার্টি) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন কাজী শওকত আলী।

এনপিপি (ন্যাশনাল পিপলস্ পার্টি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক এ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, 'সাংগঠনিক ভাবে দলকে শক্তিশালী করার লক্ষ্যে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এর পূর্বে কাজী শওকত আলী দীর্ঘদিন ধরে এনপিপির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাংগঠনিক দক্ষতার কারণে তাকে এনপিপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে এক প্রতিক্রিয়ায় এনপিপি নেতা কাজী শওকত আলী গণমাধ্যমকর্মীদের বলেন, 'পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দলকে ঢেলে সাজানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এখন দলীয় ও সাংগঠনিক কাজে নিজেকে নিয়োজিত রাখবেন বলে তিনি জানান।

এখানে উল্লেখ্য যে, এনপিপি নেতা কাজী শওকত আলী ২০১৬ সালে এনপিপিতে যোগদান করেন। তিনি লোহাগড়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের লক্ষ্মীপাশা এলাকার মরহুম শামসুল কাজীর ছেলে।

(আরএম/এএস/ফেব্রুয়ারি ০১, ২০২৫)